‘শুধু নাথুরাম গডসের পুজো করলে ভারতবর্ষের মানুষের মন জয় করা যাবে না’, বিজেপি বিধায়কদের মন্তব্যের বিরোধিতায় ফিরহাদ
নেভেনি হাথরসের আগুন, ফের বিতর্কে বিজেপি বিধায়ক। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়কের। ধর্ষণের জন্য কার্যত কাঠগড়ায় তুললেন মেয়েদেরই। 'মেয়েদের সংস্কার শেখাক পরিবার। সংস্কার শেখানোর দায়িত্ব বাবা-মায়ের। শুধুমাত্র প্রশাসন ধর্ষণ আটকাতে পারবে না’। মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহর। অন্যদিকে উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব জানান, "প্রেমিকের সঙ্গে মারামারির জেরে মৃত্যু হয়েছে নির্যাতিতার। ধর্ষণের কোনো প্রমান মেলেনি। তারপরেও কেন ২৫ লক্ষ্ টাকার অর্থ সাহায্য দেওয়া হল? কেন জনগনের করের টাকায় বাড়ি বানিয়ে দেওয়া হবে?" এই প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, অত্যন্ত নোংরা রুচির মানুষ তাঁরা। যারা ধর্ষণকারী ও হত্যার পর নির্যাতিতার চরিত্র নিয়ে কথা বলে তার কারণ এঁরা মাতৃজাতিকে সম্মান করতে জানেন না। শুধু নাথুরাম গডসে-র পুজো করলে ভারতবর্ষের মানুষের মন জয় করা যাবে না।