এক্সপ্লোর
ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলে মেহতাব এখন বিজেপিতে, আজই দলে যোগ
বিজেপিতে যোগ মেহতাব হোসেনের। একুশে জুলাই তৃণমূলের শহিদ স্মরণের দিনই মুরলি ধর সেন স্ট্রিটের রাজ্য বিজেপি দফতরে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন মেহতাব। একই সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও।

























