Corona: করোনা-মেঘ কাটিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই উড়তে পারে আন্তর্জাতিক বিমান | Bangla News
পুজোর পর রাজ্যে কমেছে করোনা (Corona) পরীক্ষা, উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি কেন্দ্রের। জুন পর্যন্ত দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা প্রায় ৬৮ হাজার। বর্তমানে তার গড় সংখ্যা ৩৯ হাজার।
ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন।
করোনায় মৃতের সঠিক পরিসংখ্যান সামনে আনুক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, কেন্দ্রের কাছে কংগ্রেসের (Congress) এই দুটি দাবি, ট্যুইট রাহুল গাঁধীর (Rahul Gandhi)।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাওয়া হয়েছে আরও সিআইএসএফ (CISF), জানালেন অসামরিক বিমান মন্ত্রকের সচিব।
২৯ নভেম্বর থেকে দিল্লিতে (Delhi) খুলছে স্কুল। দিল্লির বাতাসে দূষণের মাত্রা কমছে, তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী।