Firhad Hakim: শপথ নিয়েই 'শো ইওর মেয়র' পরিষেবার কথা জানালেন ফিরহাদ হাকিম | Bangla News
কলকাতা পুরসভার (KMC) মেয়র (Mayor) পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শপথ বাক্য পাঠ করালেন পুরসভার প্রোটেম চেয়ারম্যান রাম পিয়ারি রাম। একইসঙ্গে শপথ নিলেন চেয়ারপার্সন মালা রায়। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দেখানো পথেই চলবে লপুরসভা, শপথ নিয়েই জানালেন ফিরহাদ।
পুরসভায় দালাল-রাজ বন্ধে অনলাইন পরিষেবার পথে হাঁটছেন ফিরহাদ। শুরু হচ্ছে 'শো ইওর মেয়র' (Show your Mayor) পরিষেবা। দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র পদে বসেই কলকাতায় জমা জলের সমস্য মেটাতে নজর ফিরহাদের।
মেয়র, ডেপুটি মেয়রের সঙ্গে মেয়র পারিষদদেরও শপথ। বাম-কংগ্রেস-নির্দল উপস্থিত থাকলেও শপথ বয়কট বিজেপির (BJP)। বোঝাই যাচ্ছে মুছে যাবে, খোঁচা ফিরহাদের।
থানা চত্বরেই কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠককে (Santosh Pathak) সম্বর্ধনা। মঞ্চ থেকেই পুলিশকে নিশানা কংগ্রেস নেতাদের। রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশের সমালোচনা সিপিএমেরও। অভিযোগের সারবত্তা নেই, দাবি তৃণমূলের।
শিলিগুড়ি (Siliguri Municipal Corporation) পুরনির্বাচনে লড়ছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ৬ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন সিপিএম নেতা। দল বলায় ভোটে না লড়ার সিদ্ধান্তে পরিবর্তন।