নজরে ৯ চটজলদি: বামেদের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত ধর্মতলা
বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। ডোরিনা ক্রসিংয়ে পড়ল গার্ড রেল। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জল কামান। বাম-পুলিশ সংঘর্ষ। শিল্প, কর্মসংস্থান সবার জন্য। শিক্ষা সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় এসএফআই (SFI), ছাত্র ফেডারেশন, ডিওয়াইফেআই (DYFI) সহ ১০টি বাম ছাত্র যুব সংগঠন। তিনটি মিছিল একত্রিত হয় কলেজ স্ট্রিটে। সেখান থেকে মূল মিছিল বউবাজার, ওয়েলিংটন স্ট্রিট হয়ে এন এন ব্য়ানার্জি রোডে ওঠে। বামেদের নবান্ন অভিযান ঠেকাতে সেখানে ব্যারিকেড, জল কামান প্রস্তুত রাখা হয়েছিল। ড্রিল করে বাঁশের মজবুত ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। ছিল টিনের ব্যারিকেড। ছয়টি স্তরে মোতায়েন ছিল পুলিশ। পায়ে ফুটবল, হাতে রেড কার্ড, মুখে খেলা হবে স্লোগান। এভাবেই এগোতে থাকে বামেদের মিছিল। ধর্মতলায় মিছিল পৌঁছাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের লক্ষ্য করে জল কামান চালানো হয়। সঙ্গে দেখুন অন্য খবর।






























