নজরে ৯ চটজলদি: ফের বিস্ফোরক রাজীব, রাজ্য বাজেটে ঢালাও বরাদ্দ
শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ২১৩ আসনে জিতে জিতে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রীকে আক্রমণের বদলে পেট্রোলের দাম কমাতে চেষ্টা করুন বলে কটাক্ষ। "ঠিকই বলেছেন।" মন্তব্য কুণালের (Kunal Ghosh)।
মূল্য বৃদ্ধির বাজারে রাজ্য বাজেটে জমি, বাড়ি, ফ্ল্যাট কেনায় মধ্যবিত্তের স্বস্তি। রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটিকে ২ শতাংশ ছাড়। জমির বাজার দরেও ১০% কম। ৩০ অক্টোবর পর্যন্ত মিলবে সুবিধে।
কৃষক বন্ধু থেকে স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। রাজ্য বাজেটে ঢালাও বরাদ্দ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি বাসে রোড ট্যাক্স মুকুল। "পালন করেছি সব প্রতিশ্রুতি।" বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
কেন্দ্রের কাছ থেকে ৬০ হাজার কোটির থেকে বঞ্চিত বাংলা। বাজেট পেশের পর আক্রমণে মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের করে চালানোর চেষ্টা। ত্রাণ নয় পরিত্রাণ চায় বাংলা। কটাক্ষ বিজেপির (BJP)।






























