নজরে ৯টা চটজলদি: আসানসোল ভ্যাকসিন কাণ্ড নিয়ে তবসসুম আরাকে কটাক্ষ বিরোধীদের
চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নন, তাও নিজের হাতে কোভিড ভ্যাকসিন দিয়ে বিতর্কের মুখে আসানসোল (Asansol) পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী তবসসুম আরা (Tabassum Ara)। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি ভ্যাকসিন (vaccine) দিই নেই, শুধু ইনজেকশন ধরেছি হাতে।’ এই নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে বিরোধী মহলে। বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একাই সব হতে পারেন, তাঁর পার্টির নেতারাও সেই রকমই হবেন।’ তাঁর এই বক্তব্যের পাল্টা তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় বলেন, ‘একজন অতিউৎসাহী হয়ে যদি কাউকে টিকা দেন, যদি টিকা সঠিক হয়, তাহলে এটি নিয়ে বেশি হৈচৈ করার কোন প্রয়োজন নেই। এই রকম কোন ঘটনা ঘটে থাকলে তা জেলা প্রশাসন দেখে নেবে।’ আসানসোল ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিধানভায় সরব হবে বিজেপি, জানালেন দিলীপ ঘোষ।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)