নজরে ৯টা চটজলদি: পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধিতে মোদি সরকারকে নিশানা করল তৃণমূল
পেট্রোল (Petrol Price) ও ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির ইস্যুতে মোদি সরকারকে নিশানা করল তৃণমূল (TMC) নেতৃত্ব। ‘জনবিরোধী সরকারের উপহার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা সৌগত রায়। তার জবাবে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পেট্রোলের দাম বৃদ্ধিতে কেন্দ্রের কিছু করার নেই।’ রাজ্যের একাধিক জেলায় ১০০ টাকা পেরিয়েছে পেট্রোলের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল যুব কংগ্রেসের। বাগডোগরায় এশিয়ান হাইওয়েতে কেক কেটে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। পেট্রোল ও ডিজেলের পাশাপাশি দাম বাড়ছে রান্নার গ্যাসের। সেই প্রতিবাদে হুগলীর পাণ্ডুয়ায় বিক্ষোভ দেখালো তৃণমূল। দ্রুত জ্বালানির দাম কমানোর দাবি তুলেছেন তাঁরা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিপিএমও। ভাটপাড়ায় পথ অবরোধ করে প্রতিবাদ জানালেন বাম কর্মী-সমর্থকরা।