এক্সপ্লোর
Najare 9ta : চাকরির দাবিতে একজোট হয়ে ফের রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা
চাকরির দাবিতে একজোট হয়ে একমাসের ব্যবধানে ফের রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা, হাওড়া, কলেজ স্কোয়ার থেকে চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠনের মিছিল গেল ধর্মতলায়। তবে চাকরির প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁরা এদিনের কর্মসূচিতে অংশ নেননি।
চাকরির নামে ১৯ কোটি নেওয়ার অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ফের সিবিআই জিজ্ঞাসাবাদ। নথি নিয়ে হাজির তাপস মণ্ডলের প্রতিনিধি।






























