Omicron: দেশে একদিনে ওমিক্রন-আক্রান্ত ৩৭৭, ফের বিশ্বকে সতর্ক করল WHO | Bangla News
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার পার। একদিনে ১৮ জনের মৃত্যু। শুধু কলকাতাতেই দৈনিক সংক্রমণ সাড়ে ৭ হাজার।
রাজস্থানের (Rajasthan) পর ওমিক্রনে (Omicron) দেশে দ্বিতীয় মৃত্যু ওড়িশায় (Odisha)। বুরলা মেডিক্যালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত মহিলার ওমিক্রন। ২৭ ডিসেম্বর মৃত্যুর পরে ওমিক্রন রিপোর্ট পজিটিভ আসে।
রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন (Omicron)। দুই সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন পাওয়া যাচ্ছে। আক্রান্তদের বাকি নমুনায় মিলল ডেল্টা, ডেল্টা প্লাস। ওমিক্রন উদ্বেগ বাড়িয়ে স্বাস্থ্যমন্ত্রক-ইনসাকগের রিপোর্ট।
দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে সুনামি। সাত মাস পেরিয়ে একদিনে ১ লক্ষের বেশি করোনা সংক্রমিত। একদিনে ওমিক্রনে আক্রান্ত ৩৭৭ জন।
ওমিক্রন নিয়ে ফের বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ওমিক্রন ডেল্টার মতো বিপজ্জনক না হলেও মৃদু নয়, ওমিক্রনের আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুও হচ্ছে, সাবধানবাণী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।