Speed News: রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার, সঙ্গে আরও খবর ।Bangla News
আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হল অশোক হল হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল ও G D বিড়লা স্কুল। আচমকা স্কুল বন্ধের এই সিদ্ধান্তে স্তম্ভিত অভিভাবকরা। “সকালে বলা হয়েছিল স্কুলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে। সেটা মাঝে মধ্যেই হয়। পরে দেখি একটা নোটিস লাগানো রয়েছে। যাদের একমাত্র দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা রয়েছে তাদেরই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।" জানালেন অশোক হল স্কুলের এক পড়ুয়ার অভিভাবক।
নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ সিবিআইকে। আজই এফআইআর দায়ের করে কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ।
কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের আওতায় আনতে বাধা নেই সিবিআইয়ের। মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনও মিটিং হয়েছিল কিনা তা তদন্ত সাপেক্ষ। মন্ত্রী বৈঠক সম্পর্কে জানতেন কিনা সিবিআই তা খতিয়ে দেখতে পারে।
পোশাক ফতোয়ার বিরোধিতায় প্রাক্তনী সম্মিলনী মঞ্চের ব্যানারে মিছিল করে প্রাক্তনীরা। মিছিলে দাবি ছিল, সব স্কুলে এক রঙের ইউনিফর্ম, ঐতিহ্যনাশকারী এই সিদ্ধান্ত মানছি না।
রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। ৪ জনকে মুম্বই থেকে গ্রেফতার করল সিবিআই।