Speed News: হাইকোর্টের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু।Bangla News
হাইকোর্টের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশের কপি পৌঁছল কোচবিহারের জেলা স্কুল পরিদর্শকের অফিসে। যে স্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা, সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এতদিন যে বেতন পেয়েছেন অঙ্কিতা তার হিসেব জমা দেওয়া হবে। সেই অনুযায়ী তিনি টাকা ফেরত দেবেন।
বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা। ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন এক বিক্ষোভকারী। বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলতে হবে রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিনিধিকে। সতর্ক করে বলপূর্বক বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের সরিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। এই প্রসঙ্গে অধীর চৌধুরীবলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী তাকেই খাতির করে যাদের ভোটে এমএলএ এমপি হওয়া বা না হওয়া প্রভাবিত হয়। এই যে নার্স, শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন আন্দোলন করছে, আমি নিজে তাদের দুরাবস্থা দেখেছি। তাদের জন্য সরকাররের কোন মাথা ব্যাথা নেই। কারণ একটাই তাঁরা ভোটের বাক্স প্রভাবিত করতে পারে না।‘ মন্তব্য অধীর চৌধুরীর।
এসএসসি-তে দুর্নীতির অভিযোগে রানিকুঠিতে বিক্ষোভ বিজেপির। মিছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যায়। ‘চোর ধর জেল ভর’ স্লোগান উঠেছে মিছিল থেকে।