Sare 7 Tay Saradin : ধর্মঘটে সামিল হওয়ার শাস্তি। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ AIDSO-র
ABP Ananda LIVE : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ধর্মঘটে সামিল হওয়ার শাস্তি। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ AIDSO-র। ধর্মঘট কাকে বলে, এবার দেখাব। থানায় দাঁড়িয়ে হুমকি ওসির।অকথ্য অত্যাচারের অভিযোগ AIDSO-র। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র। ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে আজই FIR-এর নির্দেশ হাইকোর্টের। রাজ্যের রিপোর্ট তলব। পুলিশের গা ছাড়া মনোভাবেই বিপত্তি। মন্ত্রীকে কি সতর্ক করা হয়েছিল? মনে হচ্ছে গোয়েন্দা ব্যর্থতা। একপক্ষের বয়ানে অভিযোগ, অপরপক্ষের বয়ান কোথায়? প্রশ্ন হাইকোর্টের। রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে। প্রতিবেশী রাষ্ট্রের মতো পরিস্থিতি যেন না হয়। যাদবপুরকাণ্ডে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে বাঁচাতে কেন ব্যর্থ পুলিশ? প্রশ্ন সৌগতর। পডুয়াদের দেওয়া 'ডেডলাইন' পার। তার আগেই হাসপাতালে ভর্তি উপাচার্য। পরবর্তী পদক্ষে নিয়ে বৈঠক আন্দোলনকারীদের। যাদবপুরের ঘটনা পরে ব্রাত্যর অধীনে শিল্পী হিসেবে থাকা সম্ভব নয়। চিঠি দিয়ে মিনার্ভা রেপার্টরি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী। শুভেচ্ছা রইল, বললেন ব্রাত্য। যাদবপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ইসলামপুর কলেজে তুলকালাম। ফি বৃদ্ধি নিয়ে আন্দোলন চলাকালীন TMCP-র গোষ্ঠী সংঘর্ষ। অধ্যক্ষের সামনেই হাতাহাতি। জেলায় জেলায় ভোটার তালিকায় গরমিল। আরামবাগে জীবিত হয়েও ভোটার লিস্টে মৃত! ইংরেজবাজারের তালিকায় বিহারের ভোটারদের নাম। খড়দাতেও ভূতুড়ে ভোটার। পাখির চোখ ছাব্বিশ। চলতি মাসেই ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ভোটের এক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চায় বিজেপি। প্রাথমিকে কারা কারা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন? ১৩২ জনের তালিকা তৈরি। ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করবে CBI। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে বিজেপি নেতা অরুণ হাজরার নাম। সুজয়কৃষ্ণকে ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। দাবি CBI-এর। অস্বীকার বিজেপি নেতার।
All Shows






























