Suvendu Adhikari: '১৮০ টি আসনে জিতে মমতাকে প্রাক্তন করব', হুঙ্কার শুভেন্দু অধিকারীর
ABP Ananda Live: 'ছাব্বিশের নির্বাচনে বাংলায় অন্তত ১৮০ টি আসনে জিতে মমতাকে প্রাক্তন করব'। 'নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি উপহার দেব' 'ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব'। তমলুকের মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা, বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ
বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ। বিজেপি বিধায়কদের বিক্ষোভে বিধানসভায় তুলকালাম। বিধানসভায় ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। বিধানসভার ২ নম্বর গেটের বাইরে বিক্ষোভ। কাগজ ছিঁড়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ ফের বিক্ষোভ, ওয়াকআউট বিজেপির।
শুভেন্দু অধিকারী বলছেন নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি আসন উপহার দেব
শুভেন্দু অধিকারী বলছেন নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি আসন উপহার দেব। এদিকে, ১৫ তারিখ দলীয় বৈঠকে পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতি এবার যত খারাপই হোক, পূর্ব মেদিনীপুরে ১২ আসন জিততেই হবে।
All Shows






























