এক্সপ্লোর
শারদ আনন্দ ২০২০: শোভাযাত্রা ছাড়াই আজ নাকতলা ও একডালিয়ার প্রতিমা বিসর্জন
একদিকে এবছর নাকতলা উদয়নে হবে না প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। নেই বরণ, সিঁদুর খেলা। তাই এই পুজো কমিটির সিদ্ধান্ত, তারা চায় এক জায়গায় অনেকজনকে ডেকে সংক্রমণ না বাড়িয়ে পাশের পুকুরে হবে বিসর্জন। অন্য দিকে একডালিয়া এভারগ্রিনেও হবে না কোনও শোভাযাত্রা। সবাই বরণও করতে পারবেন না। আজ এই দুটি প্রতিমার বিসর্জন।
All Shows
শারদ আনন্দ

শারদ আনন্দ ২০২০: হল না সিঁদুর খেলা, করোনা বিধি মেনেই দেবীবরণ একডালিয়া এভারগ্রিনে

শারদ আনন্দ ২০২০: একাদশীতেও চলছে প্যান্ডেল হপিং, দেখুন হাতিবাগান সর্বজনীনের ছবি

Sharad Ananda 2020: একাদশীতেও শ্রীভূমির মণ্ডপে দর্শনার্থীরা, মাস্ক পরে, দূরত্ববিধি মেনে চলছে প্রতিমা দর্শন

শারদ আনন্দ ২০২০: করোনাকালে কেমন বিজয়া সারলেন রাজনৈতিক নেতা-নেত্রীরা? জেনে নিন তাঁদের মুখেই

উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি এপার-ওপার, ইছামতীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

























