Swar Garam: দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল আরও শতাধিক ওষুধ, ইঞ্জেকশন
ABP Ananda Live: দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন। তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ। রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে ১টি ওষুধ। ফেল করার তালিকায় রাজ্যের দুটি কোম্পানির ওষুধ রয়েছে। একটি সংস্থা হল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। আরেকটি সংস্থা শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের দুটি নমুনা আবার ফেল করেছে। এবার এ রাজ্যের কেন্দ্রীয় ল্যাবেও পরীক্ষায় ফেল করল RL। শ্রীরামপুরের ওষুধ কোম্পানির অ্যামোক্সিসিলিন. পটাশিয়াম ক্ল্যাভিউনেট ট্যাবলেটও গুণমান পরীক্ষায় ফেল করেছে।
West Bengal News Live: HIV আক্রান্ত দম্পতি, শিশুকে স্কুলে ঢুকতে বাধা! আরামবাগে অমানবিক ছবি
HIV আক্রান্ত দম্পতি, শিশুকে স্কুলে ঢুকতে বাধা! আরামবাগে অমানবিক ছবি। স্কুলে যেতে পারছে না দ্বিতীয় শ্রেণির ছাত্র, পুরো পরিবারকে বয়কট!। 'স্কুল পরিচালন সমিতি ও গ্রামবাসীদের বাধায় ওই ছাত্রকে স্কুলে আসতে বারণ করা হয়েছে'। ঘটনার কথা স্বীকার আরামবাগের স্কুলের প্রধান শিক্ষিকার । মাসখানেক আগে HIV আক্রান্ত হন গ্রামের এক দম্পতি। পরিবার ও তাঁদের আত্মীয়দের বয়কট গ্রামবাসীদের একাংশের'। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না পুকুর, উঠতে দেওয়া হচ্ছে না টোটোয়'। ডিজিটাল যুগেও সামাজিক বয়কটের শিকার HIV আক্রান্ত দম্পতি ও তাঁদের পরিবার। গ্রামের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত উপপ্রধানের।
All Shows






























