Swargaram: ৪ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF পিকে সাউ
ABP ANANDFA live: মিছিল, পথে প্রতিবাদ,জোরালো হচ্ছে বদলার দাবি।নাম না করে পাকিস্তানকে ফের কড়া জবাবের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।সেনার একের পর এক শক্তি প্রদর্শন।কাশ্মীরে ধূলিসাৎ জঙ্গিদের বাড়ি।ভারতের চাপে পাকিস্তানের হাস্যকর আস্ফালন।ওই যে কথায় আছে না ফাঁকা কলসি বাজে বেশি তেমনই অবস্থা পাকিস্থানের।গলা কাটার অঙ্গভঙ্গির পর এবার নির্লজ্জ পরমাণু হুমকি পাকিস্তানের ।
..............
পহেলগাঁও গণহত্যায় এখনও অধরা জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের খোঁজে হন্যে নিরাপত্তা বাহিনী।প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর দিল্লিতে তুঙ্গে তৎপরতা।৪ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই bsf জওয়ান পিকেসাউযের,উৎকণ্ঠায় পরিবার।
আরও খবর...
জাতীয় স্বার্থে প্রস্তুত ভারতের নৌবাহিনী। এদিন একাধিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল সফলভাবে। মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস ক্রুজ মিসাইল নিক্ষেপের একাধিক দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছে নৌবাহিনী। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ছিল কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি এবং ক্রিভাক-ক্লাস ফ্রিগেট। আরব সাগরে ব্রহ্মস-এর গর্জন শোনা গেল। এককথায়, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি ভারত। আরব সাগরে এভাবেই শক্তি প্রদর্শন করল ভারতীয় নৌ-সেনা।
পহেলগাঁও হামলার পর ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হোক, চাইছে গোটা দেশ। এই আবহে প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে জোরকদমে। একের পর এক মহড়ার ছবি সামনে আনছে ভারতীয় সেনাবাহিনী। এবার আরব সাগরে শোনা গেল ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর গর্জন।
All Shows






























