Swargaram: দিল্লি হাইকোর্টকে বিচারপতির বাড়িতে রাশি রাশি নোট, নেপথ্যে কোন কারণ?
ABP Ananda Live: 'এটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা। এই ঘটনাতে মানুষের মনে বিচার বিভাগের প্রতি যে আস্থা এখনও আছে সেই আস্থায় একটা টাল ধরেছে। মানুষ ভাবছে কোথায় যাব? এই পদক্ষেপ যেটা নিয়েছেন সুপ্রিম কোর্ট সেটাই সঠিক নিয়েছে। তাঁর বিরুদ্ধে ৩জন বিচারকের কমিটি গঠন করেছে। যতদিন না এই ব্যাপারটা শেষ হচ্ছে ততদনি সেই বিচারপতি কোনও বিচার বিভাগ সংক্রান্ত কোনও কাজ করবেন না', বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। 'মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি।






























