Swargaram Plus: বাজারে নতুন GST হার নিয়ে ধোঁয়াশা, দাম কমেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের
ABP Ananda LIVE: প্রতিশ্রুতি ছিল, কিন্তু তার প্রতিফলন হল কই? আজ থেকেই সস্তায় পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস বার্তা দিয়েছিলেন গতকাল খোদ প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবের সেই স্বস্তি মিলল কি? এই আলোচনায় আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরব আমরা। আম আদমির স্বস্তির কৃতিত্ব নিয়েও উৎসবের মরশুমে কীভাবে রাজনীতির দড়ি টানাটানি চলছে তাও দেখাব পাশাপাশি দেখাব উৎসবের আনন্দে গা ভাসাতে তৈরি মানুষের মনের ঈশান কোনে কেন দানা বাঁধছে আশঙ্কা। শহরের পর পর গুলি চলছে, দিনে দুপুরে গুন্ডারাজ, এমনকী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে খোদ আদালত।
প্রাইমারি স্কুলের শিক্ষকদের TET পাস বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের
এবার রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২ বছরের মধ্যেই টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে, নির্দেশ সুপ্রিম কোর্টের। 'যাঁদের ৫ বছরের কম চাকরি রয়েছে, তাঁদের টেট উত্তীর্ণ না হলেই চলবে'। 'পদোন্নতি চাইলে টেট পাস করতে হবে'। '৫ বছরের বেশি যাঁদের চাকরি রয়েছে, তাঁদের টেট পাস বাধ্যতামূলক'।'পরীক্ষায় যদি পাস না করেন, বা পরীক্ষায় বসতে না চান, তাহলে তাঁদের ছাড়তে হবে চাকরি'। 'কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন'। ১ সেপ্টেম্বর মহারাষ্ট্রের একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন।মহারাষ্ট্রের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ গোটা দেশে প্রযোজ্য, ব্যাখ্যা আইনজীবীদের।






























