Swargorom PLUS : ছাত্র নেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে ফের অন্ধকার-রাজ ! Bangladesh News
ABP Ananda LIVE : ছাত্র নেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে ফের অন্ধকার-রাজ! তাণ্ডবের একদিন পর আবার ছাপা হল বাংলাদেশের পত্রিকা 'দ্য ডেইলি স্টার', 'মাথা নোয়াব না', তাণ্ডবের পর প্রকাশিত প্রথম সংস্করণেই বার্তা 'দ্য ডেইলি স্টার' পত্রিকার। ২৭ বছর পর প্রথমবার ছাপা হল না বাংলাদেশের 'প্রথম আলো' খবরের কাগজ।
আরও খবর...
সুন্দরবন জুড়ে হাই অ্যালার্ট! হাতানিয়া-দোয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি, কী কারণ?
বাংলাদেশে বিদ্বেষের বিষ। ফের হিন্দু হত্যা। ওপারে নৈরাজ্যের প্রতিবাদ এপারেও। কলকাতা থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ। এদিকে, বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব, ভারতের জল সীমান্তে কড়া নজর। সুন্দরবনের হাতানিয়া-দোয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি। নদীতে নজরদারি চলছে জোর কদমে, বিশেষ নজর বাংলাদেশি বার্জে। বর্তমান পরিস্থিতিতে সুন্দরবন জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ সুপার।
নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু হত্যার জেরে এপারে প্রতিবাদ। বিজেপির বিক্ষোভে আটকে পড়লেন তৃণমূল সাংসদ। সোদপুরে বিজেপির অবরোধে আটকে পড়লেন সৌগত রায়। সোদপুর-বারাসাত রোডে আটকে পড়েন তৃণমূল সাংসদ। পানিহাটি উৎসবের উদ্বোধনে যাওয়ার পথে আটকে পড়েন সৌগত রায়। গাড়ি থেকে নেমে কিছু হেঁটে গিয়ে অটোয় করে পানিহাটি পৌঁছলেন তৃণমূল সাংসদ।






























