Swargaram Plus: একজন বিশ্বখ্যাত ফুটবলারকে আনা হচ্ছে, কেন প্রস্তুতি ছিল না?
ABP Ananda LIVE : এত টাকা দিয়ে টিকিট কিনেছি। ২ থেকে ৩ মাস ধরে অপেক্ষা করেছি। কিন্তু লিওনেল মেসিকে মন্ত্রীর অনুগামীরাই ঘিরে রাখল, দেখতেই পেলাম না, কেন? মাঠ লক্ষ্য করে পরপর জলের বোতল উড়ে এল। পুলিশ-প্রশাসন কী করছিল? জলের বোতল নিয়ে ঢোকা যাবে না বলেছিল পুলিশ। এত বোতল এল কোথা থেকে ? ২০ টাকার বোতল ১৫০ টাকায় বিক্রি হল, পুলিশ কী করছিল ?
'আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর
সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত', 'হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম ', 'এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী', 'ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি' । 'কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়', 'কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব', 'এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে', 'যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে ', 'এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি',এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর।
All Shows






























