Swargaram Plus: কাল সূর্যোদয় হতেই GST সাশ্রয়,আত্মনির্ভরতায় নতুন পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE: উৎসবের মরশুমেই আমজনতার ডাবল মুনাফা, আয়করে স্বস্তি মিলেছিল আগেই, এবার কাল সূর্যোদয় হতেই জিএসটি সাশ্রয়, আত্মনির্ভরতায় নতুন পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রীর। এটা কেন্দ্রের নয় রাজ্যের কৃতিত্ব', কটাক্ষ মমতার। স্বদেশি পণ্য তৈরি ও ব্যবহারে জোর দিয়ে স্বদেশি অভিযানের ডাক দিলেন প্রধানমন্ত্রী।
সাইকেলে পেট্রোলিং করছিলেন ১ জন কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার, বেপরোয়া গাড়ির ধাক্কা
ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ১ কনস্টেবল।সাইকেলে পেট্রোলিং করছিলেন ১ জন কনস্টেবল ও ১ জন সিভিক ভলান্টিয়ার। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কা। ১ জন কনস্টেবল, ১ জন সিভিক ভলান্টিয়ার ও ১ জন বাইক আরোহীকে ধাক্কা বেপরোয়া গাড়ির। গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের, মৃতের নাম জ্যোতিষ দেবনাথ। গুরুতর আহত সিভিক ভলান্টিয়ার ও বাইক আরোহী।






























