Swargorom: যাদবপুর ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু, সিসি ফুটেজ পেল পুলিশ, ঘটনাস্থলে ময়নাতদন্তকারী চিকিৎসক ও ডিসি SSD
ABP Ananda LIVE: যাদবপুর ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু, সিসি ফুটেজ পেল পুলিশ , ঘটনাস্থলে ময়নাতদন্তকারী চিকিৎসক ও ডিসি SSD । নজরে অনামিকা মণ্ডলের মোবাইল ফোন। গতকাল রাতে পরিবারের কাছ থেকে ফোন হেফাজতে নেয় পুলিশ। মোবাইলে লুকিয়ে কোনও তথ্য? খুঁজে বের করুক পুলিশ, দাবি পরিবারের। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে তলব পুলিশের । অনামিকার সহপাঠী ও ড্রামা ক্লাবের সদস্য ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব । কীভাবে পুকুরে পড়ে গেলেন অনামিকা, এখনও ধোঁয়াশা । অনামিকা কী একাই গেছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল? কেউ কি ফোন করে ছাত্রীকে ডেকেছিল? উত্তর খুঁজছে পুলিশ।
দুই দফায় SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হল। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, ৯৩ শতাংশ আবেদনকারীই পরীক্ষায় বসেছেন। নবম-দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৩১ হাজার পরীক্ষার্থী এসেছিলেন বাইরের রাজ্য থেকে। আজ, রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষায় ভিন্ রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার। (SSC Exam 2025)
এদিন পরীক্ষার পর সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য। তিনি বলেন, "সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিক, মুখ্যসচিব, পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। দু'বছর ধরে চলা নানা ঘটনা, আবর্তের মধ্যে এই পরীক্ষা নেওয়া দুরূহ এবং শ্রমসাধ্য ছিল। মুখ্যমন্ত্রীর নিরন্তর সহযোগিতার ফলে, স্কুল সার্ভিস কমিশন যেভাবে স্বচ্ছতার সঙ্গে, মেধাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়েছে, তার জন্য কোনও প্রশংসার ভাষাই যথেষ্ট নয়।" (Bratya Basu)






























