Swargorom: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত বেড়ে অন্তত ২৪, নিখোঁজ বহু। উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
ABP Ananda Live: উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্য়া বেড়ে হল ২৪। মৃতদের মধ্য়ে তিনজন শিশু। লাগাতার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভাঙছে সেতু, তাসের ঘরের মতো নদীতে মিশছে ঘরবাড়ি, ধসে তলিয়ে যাচ্ছে রাস্তা। প্রকৃতির কাছে সবকিছুই যেন তুচ্ছ! প্রাণ বাঁচাতে মানুষের মতো জল-যুদ্ধে নেমেছে ডুয়ার্সের বণ্য়প্রাণও। লাগাতার প্রবল বৃষ্টি ও ধসে এখন এরকমই বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। দার্জিলিঙের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এগারো জনের মৃতদেহ, জলপাইগুড়িতে মৃতের সংখ্য়া এক। এখনও নিখোঁজ বহু মানুষ। শিলিগুড়ির সঙ্গে দার্জিলিঙের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে NDRF. আর এই পরিস্থিতিতে পাহাড় ও ডুয়ার্সে আটকে পড়েছেন, উৎসবের মরসুমে বেড়াতে যাওয়া হাজার-হাজার পর্যটক।






























