Cooch Behar News: তৃণমূলের শাসানির পর এবার দিনহাটা হাসপাতালের দুই ডাক্তারকে শোকজ সুপারের
ABP Ananda Live: সুপারের ঘরে ঢুকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারির পরেই কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। তৃণমূলের একাংশের দাবি, হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার হাল দেখতে গিয়ে রোগী-হয়রানির অভিযোগ সামনে আসে। দেরিতে ডাক্তারদের আউটডোরে আসা, ঠিকঠাক পরিষেবা না দেওয়ার ছবি ধরা পড়ে। তৃণমূল নেতাদের সুপারের ঘরে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি দিতে দেখা যায়। এরপরই অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক ও জেনারেল ফিজিসিয়ান মহম্মদ লতিফুল শেখকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডলের দাবি, অভিযোগ পেয়ে ওই দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে।
'এদের যারা ধরিয়ে দিয়েছে তারাও তৃণমূল, যারা এস সঙ্গে যুক্ত রয়েছে তারাও তৃণমূল। তৃণমূলের ছাত্রনেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশ তদন্ত করুক, বেরোবে। যুদ্ধক্ষেত্রে বসে আছি', শিয়ালদায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ প্রসঙ্গে বললেন বিজেপি নেতা সজল ঘোষ। বৈঠকখানা রোডে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার! সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ । কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১। অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান: পুলিশ সূত্র।