Swargorom: দশমী কাটতেই বিদ্রোহের সুর কুণালের মুখে ? কুণালের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে
ABP Ananda LIVE: দশমী কাটতেই বিদ্রোহের সুর কুণালের মুখে ? কুণালের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে । 'প্রচণ্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাঁকে পছন্দ করি না' । 'পুরু হতে ভালোবাসি, আলেকজান্ডার নয়' । উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণালের ? 'মমতাদির সঙ্গে দিদি-ভাইয়ের সম্পর্ক, কিছু লোকের গাত্রদাহ হয়েছিল' । 'ল্যাজে আগুন দিলে আমি হনুমান হিসেবে পারফর্ম করব' । 'কর্মীরা কেন নেতাদের ওপর নজর রাখবে না', প্রশ্ন কুণালের । 'কোনও ইস্যুতে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায় না' । একের পর এক মন্তব্যে জল্পনা বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ 'এমন একজন প্লেয়ার খেলছে, যে আমাদের টিমের, কিন্তু স্ট্রোকগুলি কি আমাদের পক্ষে যাচ্ছে, মনে হচ্ছে না'। কাকে ইঙ্গিত করলেন কুণাল, জোর চর্চা।
All Shows






























