এক্সপ্লোর
Advertisement
চোখের জলে প্রকল্প এনেছি বাংলার জন্য, তাও জানাল না! মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে কেন্দ্রকে আক্রমণে মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার থেকে পথচলা শুরু করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। কিন্তু, আনুষ্ঠানিকভাবে মেট্রোর চাকা গড়ানোর আগেই, উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বৃহস্পতিবারের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। শুক্রবার বিধানসভায় এনিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বৃহস্পতিবার থেকে পথচলা শুরু করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। কিন্তু, আনুষ্ঠানিকভাবে মেট্রোর চাকা গড়ানোর আগেই, উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বৃহস্পতিবারের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। শুক্রবার বিধানসভায় এনিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই মেট্রো প্রকল্পগুলোর জন্য কত কষ্ট করে করেছিলাম। তখন আমি ইউপিএ সরকারে ছিলাম। বাংলার মেট্রো প্রকল্পের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা জোগাড় করতে গিয়ে আমাকে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছিল। সব কিছু করে দেওয়ার পর, ছোট্ট একটা রুট চালু করা হল। আমাকে জানানো পর্যন্ত হল না। খুব খারাপ লাগে। দুঃখ হয়। আমার ছবির দরকার ছিল না। খবর তো দিতে পারত। সেটাও দেওয়ার প্রয়োজন মনে করেনি'।
মেট্রো রেল সূত্রে অবশ্য বৃহস্পতিবারই দাবি করা হয়,বুধবার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার রেলমন্ত্রী নিজে এব্যাপারে খোঁজ নেন। তিনি সশরীরে কাউকে গিয়ে, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেন।
এরপর বৃহস্পতিবার সকালে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সচিব নবান্নে যান। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী কলকাতায় না থাকায়, মুখ্যমন্ত্রীর দফতরের সচিব আমন্ত্রণপত্র গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ফিরলে বিষয়টি সম্পর্কে তাঁকে অবহিত করা হবে বলে জানানো হয় বলে সূত্রের দাবি।
এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন।
সিপিএম-কংগ্রেস আবার এপ্রসঙ্গে ১১ বছর আগের একটি ঘটনার কথা টেনে আনছে। ২০০৯ সালে টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের সম্প্রসারণ হয়। সেই অনুষ্ঠানে ডাক পাননি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর তখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেই ইতিহাস টেনে তৃণমূলকে খোঁচা দিয়েছে রাজ্যের দুই বিরোধী দল।
বামফ্রন্ট পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, ইস্ট-ওয়েস্ট মেট্রো উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে না ডাকা অন্যায় হয়েছে। কিন্তু তিনিও তো কাউকে ডাকেননি। সেই রাজনীতিই এখনও চলছে।
কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেছেন, চোখের জল ফেলে অনেকে করেছেন। বুদ্ধবাবু করেছিলেন। তাকেও ডাকার কথা মনে হয়নি।
আমন্ত্রণ ঘিরে রাজনৈতিক তরজার মধ্যেই শুক্রবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী চলাচল শুরু হয়েছে।
Uncategorized (Uncategorized) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement