ফের শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর জখম ৭
ফের শহরে বাসের রেষারেষি। পরপর অটো ও গাড়িতে ধাক্কা মিনিবাসের। মৃত ১, আহত ৭
আনন্দপুরের দিক থেকে গড়িয়াহাটের দিকে আসছিল একটি মিনিবাস। স্ট্যান্ডে তখন দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি অটো। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি অটো ও একটি গাড়িতে ধাক্কা বাসের। ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষদেরও ধাক্কা মারে মিনিবাসটি।
প্রতক্ষদর্শীদের অভিযোগ অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। একটুর জন্য নাকি প্রাণে বেঁচে যান এক ট্রাফিক সার্জেন্ট।
ঘটনায় মোট আটজন আহত হন। তাঁদেরকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। পরে সেখানে মৃত্যু হয় চিনামন্দির এলাকার বাসিন্দা বিশ্বনাথ হালদারের।
অন্যদিনের মতোই কাজে বেরিয়েছিলেন ডেকরেটারের কাজ করা বছর পঞ্চাশের মানুষটা। আর যে ঘরে ফিরবেন না তা ভাবতেও পারছেন না স্ত্রী।
আহতদের মধ্য এক এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক।
ফের শহরে বাসের রেষারেষি। পরপর অটো ও গাড়িতে ধাক্কা মিনিবাসের। মৃত ১, আহত ৭
আনন্দপুরের দিক থেকে গড়িয়াহাটের দিকে আসছিল একটি মিনিবাস। স্ট্যান্ডে তখন দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি অটো। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি অটো ও একটি গাড়িতে ধাক্কা বাসের। ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষদেরও ধাক্কা মারে মিনিবাসটি।
প্রতক্ষদর্শীদের অভিযোগ অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। একটুর জন্য নাকি প্রাণে বেঁচে যান এক ট্রাফিক সার্জেন্ট।
ঘটনায় মোট আটজন আহত হন। তাঁদেরকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। পরে সেখানে মৃত্যু হয় চিনামন্দির এলাকার বাসিন্দা বিশ্বনাথ হালদারের।
অন্যদিনের মতোই কাজে বেরিয়েছিলেন ডেকরেটারের কাজ করা বছর পঞ্চাশের মানুষটা। আর যে ঘরে ফিরবেন না তা ভাবতেও পারছেন না স্ত্রী।
আহতদের মধ্য এক এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক।