এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ের মাজগাঁও ডকে ডুবোজাহাজ ‘করঞ্জ’-এর আত্মপ্রকাশ
মুম্বইয়ের মাজগাঁও ডকে ডুবোজাহাজ ‘করঞ্জ’-এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ। এই নিয়ে ভারতীয় নৌসেনায় স্করপেন শ্রেণির তৃতীয় ডুবোজাহাজের অন্তর্ভুক্তি হতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা এবং তাঁর স্ত্রী রীনা লাম্বা। নৌসেনা প্রধান জানিয়েছেন, আগামী এক বছর সাবমেরিনটিকে পরীক্ষা করা হবে। তার পরই নৌসেনায় অন্তর্ভুক্ত হবে এই সাবমেরিন। ফরাসী জাহাজ প্রস্তুতকারক সংস্থার যৌথ উদ্যোগে অত্যাধুনিক এই ডুবোজাহাজ তৈরি করেছে মাজগাঁও ডক লিমিটেড। ভারতে স্করপেন শ্রেণির মোট ৬টি ডুবোজাহাজ তৈরি করা হবে। গতমাসেই নৌসেনায় অন্তর্ভূক্ত হয়েছে এই শ্রেনির ডুবজাহাজ ‘কালভেরি’।
মুম্বইয়ের মাজগাঁও ডকে ডুবোজাহাজ ‘করঞ্জ’-এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ। এই নিয়ে ভারতীয় নৌসেনায় স্করপেন শ্রেণির তৃতীয় ডুবোজাহাজের অন্তর্ভুক্তি হতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা এবং তাঁর স্ত্রী রীনা লাম্বা। নৌসেনা প্রধান জানিয়েছেন, আগামী এক বছর সাবমেরিনটিকে পরীক্ষা করা হবে। তার পরই নৌসেনায় অন্তর্ভুক্ত হবে এই সাবমেরিন। ফরাসী জাহাজ প্রস্তুতকারক সংস্থার যৌথ উদ্যোগে অত্যাধুনিক এই ডুবোজাহাজ তৈরি করেছে মাজগাঁও ডক লিমিটেড। ভারতে স্করপেন শ্রেণির মোট ৬টি ডুবোজাহাজ তৈরি করা হবে। গতমাসেই নৌসেনায় অন্তর্ভূক্ত হয়েছে এই শ্রেনির ডুবজাহাজ ‘কালভেরি’।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement