পাকিস্তান আছে পাকিস্তানেই, ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদের কথা অস্বীকার করল ইসলামাবাদ, পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন পাক ডিজিএমও
একদিকে পাক সেনার বর্বর হামলা...অন্যদিকে কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলা...। সোমবার কুলগামে পাঁচ পুলিশকর্মী ও ব্যাঙ্কের দুই নিরাপত্তারক্ষীকে ঝাঁঝরা করে, গাড়ি ভর্তি টাকা নিয়ে চম্পট দেয় জঙ্গিরা।মঙ্গলবারও সেই কুলগামেরই একটি ব্যাঙ্কে লুঠপাট চালায় ২ জঙ্গি।
তবে এ সব কিছুকে ছাপিয়ে গিয়েছে পুঞ্চে পাক সেনার বর্বরতা। তারপরেও পাকিস্তান অবশ্য বদলায়নি। ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের কথা তো তারা স্বীকার করেইনি, উল্টে সুরও চড়িয়েছে। মঙ্গলবার সকালে, হটলাইনে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের মধ্যে কথা হয়। পিটিআই সূত্রে খবর, সেনার তরফে জানানো হয়েছে, ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদের কথা অস্বীকার করেছে পাকিস্তান।
পিটিআই সূত্রে দাবি, পাক ডিজিএমও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা বাড়াবাড়ি করলে তারাও জবাব দেবে।
একদিকে পাক সেনার বর্বর হামলা...অন্যদিকে কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলা...। সোমবার কুলগামে পাঁচ পুলিশকর্মী ও ব্যাঙ্কের দুই নিরাপত্তারক্ষীকে ঝাঁঝরা করে, গাড়ি ভর্তি টাকা নিয়ে চম্পট দেয় জঙ্গিরা।মঙ্গলবারও সেই কুলগামেরই একটি ব্যাঙ্কে লুঠপাট চালায় ২ জঙ্গি।
তবে এ সব কিছুকে ছাপিয়ে গিয়েছে পুঞ্চে পাক সেনার বর্বরতা। তারপরেও পাকিস্তান অবশ্য বদলায়নি। ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের কথা তো তারা স্বীকার করেইনি, উল্টে সুরও চড়িয়েছে। মঙ্গলবার সকালে, হটলাইনে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের মধ্যে কথা হয়। পিটিআই সূত্রে খবর, সেনার তরফে জানানো হয়েছে, ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদের কথা অস্বীকার করেছে পাকিস্তান।
পিটিআই সূত্রে দাবি, পাক ডিজিএমও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা বাড়াবাড়ি করলে তারাও জবাব দেবে।