শক্তিগড়ে জাতীয় সড়কে হাওড়ার চালকের দেহ উদ্ধারে রহস্য ঘনীভূত, গাড়ি লুঠের উদ্দেশ্যেই কি খুন?
বর্ধমান: গাড়ি লুঠের উদ্দেশ্যেই বর্ধমানে খুন হাওড়ার লিলুয়ার গাড়ি ব্যবসায়ী। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নিহত কুন্দন মহারাজের পরিবারের দাবি, গতকাল ৪ যুবক নিজেদের বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা বলে পরিচয় দিয়ে গাড়ি ভাড়া নেন। চালকের আসনে ছিলেন গাড়ির মালিক নিজেই। কিন্তু, শক্তিগড় পৌঁছে ওই ৪ যুবক আরও ১০ কিলোমিটার ভিতরে যেতে বলেন। এরপর আরোহীদের কাছ থেকে পরিচয়পত্র চেয়ে, তার ছবি তুলে বাবাকে হোয়াটস অ্যাপ করেন কুন্দন মহারাজ।
এর কিছুক্ষণ পরই গতকাল সন্ধেয় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় গাড়িটি উদ্ধার হয়। সেখান থেকে ১০ কিলোমিটার দূরে উদ্ধার হয় কুন্দন মহারাজের ক্ষতবিক্ষত মৃতদেহ। পুলিশের অনুমান, ব্যবসায়ীকে খুন করে গাড়ি লুঠের পর দ্রুত গতিতে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে দুষ্কৃতীরা।
এরপর গাড়িটিকে ফেলেই সেখান থেকে চম্পট দেয় তারা। নেপথ্যে বড়সড় চক্রের হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
বর্ধমান: গাড়ি লুঠের উদ্দেশ্যেই বর্ধমানে খুন হাওড়ার লিলুয়ার গাড়ি ব্যবসায়ী। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নিহত কুন্দন মহারাজের পরিবারের দাবি, গতকাল ৪ যুবক নিজেদের বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা বলে পরিচয় দিয়ে গাড়ি ভাড়া নেন। চালকের আসনে ছিলেন গাড়ির মালিক নিজেই। কিন্তু, শক্তিগড় পৌঁছে ওই ৪ যুবক আরও ১০ কিলোমিটার ভিতরে যেতে বলেন। এরপর আরোহীদের কাছ থেকে পরিচয়পত্র চেয়ে, তার ছবি তুলে বাবাকে হোয়াটস অ্যাপ করেন কুন্দন মহারাজ।
এর কিছুক্ষণ পরই গতকাল সন্ধেয় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় গাড়িটি উদ্ধার হয়। সেখান থেকে ১০ কিলোমিটার দূরে উদ্ধার হয় কুন্দন মহারাজের ক্ষতবিক্ষত মৃতদেহ। পুলিশের অনুমান, ব্যবসায়ীকে খুন করে গাড়ি লুঠের পর দ্রুত গতিতে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে দুষ্কৃতীরা।
এরপর গাড়িটিকে ফেলেই সেখান থেকে চম্পট দেয় তারা। নেপথ্যে বড়সড় চক্রের হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।