বোর্ড সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুরকে অপসারিত করল সুপ্রিম কোর্ট
বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে অপসারিত হলেন অনুরাগ ঠাকুর৷ বিসিসিআই বনাম লোঢা মামলার রায়ে ঘোষণা সুপ্রীম কোর্টের৷ শুধু অনুরাগ ঠাকুরই নন, সচিব পদ থেকে অপসারিত হলেন অজয় শিরকেও৷ গত বছর ১৮ই জুলাই লোঢা কমিটি বোর্ড সংস্কারের জন্য বেশ কয়েকটি সুপারিশ দিয়েছিলেন৷ কিন্তু সেই সুপারিশ না মানায় অবশেষে অপসারিত বোর্ড সভাপতি ও সচিব৷ রায় ঘোষণায় সুপ্রীম কোর্ট জানায়, বিসিসিআই ও তাঁর অনুমোদিত সংস্থা লোঢার সুপারিশ মানতে ব্যর্থ৷ সভাপতি ও সচিবকে অপসারনের পর সুপ্রীম কোর্ট ফলি নরিম্যান ও গোপাল সুব্রমানিয়মকে নিয়ে দুই সদস্যের কমিটি গঠন করেছে৷ যাঁরা অ্যামিকাস কিউরি হিসেবে পরবর্তী বিসিসিআই সভাপতি ও সচিব কে হবেন, তা ঠিক করবেন৷
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in
বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে অপসারিত হলেন অনুরাগ ঠাকুর৷ বিসিসিআই বনাম লোঢা মামলার রায়ে ঘোষণা সুপ্রীম কোর্টের৷ শুধু অনুরাগ ঠাকুরই নন, সচিব পদ থেকে অপসারিত হলেন অজয় শিরকেও৷ গত বছর ১৮ই জুলাই লোঢা কমিটি বোর্ড সংস্কারের জন্য বেশ কয়েকটি সুপারিশ দিয়েছিলেন৷ কিন্তু সেই সুপারিশ না মানায় অবশেষে অপসারিত বোর্ড সভাপতি ও সচিব৷ রায় ঘোষণায় সুপ্রীম কোর্ট জানায়, বিসিসিআই ও তাঁর অনুমোদিত সংস্থা লোঢার সুপারিশ মানতে ব্যর্থ৷ সভাপতি ও সচিবকে অপসারনের পর সুপ্রীম কোর্ট ফলি নরিম্যান ও গোপাল সুব্রমানিয়মকে নিয়ে দুই সদস্যের কমিটি গঠন করেছে৷ যাঁরা অ্যামিকাস কিউরি হিসেবে পরবর্তী বিসিসিআই সভাপতি ও সচিব কে হবেন, তা ঠিক করবেন৷
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
https://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in