কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা পাকিস্তান। কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, তাই হস্তক্ষেপ নয়। পাকিস্তানকে বুঝিয়ে দিল রাষ্ট্রপুঞ্জ। সিমলা চুক্তির উল্লেখ করে প্রতিক্রিয়া রাষ্ট্রপুঞ্জের। সিমলা চুক্তিতে কাশ্মীর সমস্যা ছিল দ্বিপাক্ষিক। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান পাশে পেল না চিনকেও। বেজিংয়ে গিয়ে দরবার করেও লাভ হল না পাকিস্তানের। কাশ্মীর সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করুক ভারত-পাক।
কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, তাই করা হবে না হস্তক্ষেপ। পাকিস্তানকে বোঝাল রাষ্ট্রপুঞ্জ। সিমলা চুক্তির উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতারেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তান সংযত থাকুক। ভারত-পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তিতে কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখ ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে ভারত। ভারতের এই সিদ্ধান্তকে একতরফা ও অবৈধ বলে রাষ্ট্রপুঞ্জে নালিশ জানিয়েছে পাকিস্তান।
Weather Update : ১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
Kalyan Banerjee : থ্রেট কালচারে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে TMCP প্রেসিডেন্টকে বেলাগাম আক্রমণ কল্যাণের
West Bengal News Live : কসবাকাণ্ডের জেরে তৃণমূলের অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত?
Aishwarya-Abhishek Marriage: অমিতাভের জন্মদিনেও ব্রাত্য ঐশ্বর্যা? বাদ গেলেন জামাতাও, বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে বাড়ল জল্পনা