রাজ্যে বিধায়কদের দৈনিক ভাতা দ্বিগুণ করা হল। বাড়ানো হল মন্ত্রীদের দৈনিক ভাতাও। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিধায়ক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে করা হল ২ হাজার টাকা, মন্ত্রীদের দৈনিক ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে করা হল ৩ হাজার টাকা। এজন্য সরকারের ১৫ কোটি টাকা বাড়তি খরচ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বিধায়ক ও মন্ত্রীদের ভাতার বৈষম্য নিয়ে আপত্তি জানান। বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রস্তাব দেন, বিধায়কদের উন্নয়ন খাতে যে অর্থ বরাদ্দ করা হয়, তার পরিমাণ বাড়ানো হোক। প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee: বসেছে জলের পাইপ, পানীয় জল এখনও অধরা! কী বললেন মুখ্যমন্ত্রী?
Chinmoy Das Bail Plea : আক্রান্ত আইনজীবী ICU-র বেডে ! আজ আদৌ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ?
Sheikh Hasina: মুজিবের মতো তাঁকেও শেষ করে দেওয়ার চক্রান্ত? 'ইউনূসই গণহত্যার নায়ক', বললেন হাসিনা
Packaged Drinking Water: বোতলবন্দি পানীয় জলে বিপুল ঝুঁকি, কী জানাল খাদ্য সুরক্ষা দফতর ?