Bangladesh Live: 'আমাদের লোক অত্যাচারিত হোক চাই না', বাংলাদেশ নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: ''কোনও ভারতীয়ের উপর অত্যাচার হোক, এটা আমরা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য'', বিধানসভায় বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পশ্চিমবঙ্গের পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু
অধিকারী।
আরও খবর, আর জি কর কাণ্ডের ৪ মাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন হল সেই অভীক দে-র। বিরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে এদিন দাবি করে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস। যদিও, এনিয়ে রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সভাপতি ও সহ সভাপতির মত ভিন্ন। প্রতিবাদে রাতভর রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সামনে অবস্থানে বসেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
আগামী সপ্তাহ থেকে ব্লু লাইনে শেষ মেট্রোর ভাড়া বাড়ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে সম্প্রতি দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ১০টা ৪০-এ। সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। তাই লোকসান এড়াতে এবার থেকে শেষ মেট্রোয় টিকিট পিছু ১০টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়া কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে।