৪৮ ঘণ্টার মধ্যে হাওড়ার ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী পার্থ চক্রবর্তী খুনের কিনারা করল পুলিশ। কিন্তু কীভাবে খুলল রহস্যের জট? রাঘবপুরে পার্থর মুণ্ডহীন দেহাংশ যে বস্তা থেকে উদ্ধার হয়, তার ভিতরে প্রচুর ছিট্ কাপড়ের টুকরো মেলে। সেখান থেকেই মেলে সূত্র। তদন্তে নেমে পুলিশ খোঁজ করতে শুরু করে, ওই এলাকায় কে বা কারা ছিট্ কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। তখনই উঠে আসে শেখ সামসুদ্দিনের নাম। জানা যায়, ওই যুবক ছিট্ কাপড়ের ব্যবসা করে। এরপরই পুলিশ খোঁজ নিতে শুরু করে ওই এলাকায় ঋণের কিস্তির টাকা কারা বাকি রেখেছে। দেখা যায়, ঋণের বেশ কয়েকটি কিস্তির টাকা বাকি রেখেছে সামসুদ্দিন নামে ওই যুবক। এইসমস্ত সূত্র মিলিয়েই শেষপর্যন্ত আততায়ীর সন্ধান পায় পুলিশ।
West Bengal News LIVE Updates: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা
Malda News: বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর
Viral News: ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
Bangladesh News: হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !