Bangladesh News: 'সল্টলেকে ডেরা বেঁধেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা', অভিযোগ শমীক ভট্টাচার্যের
ABP Ananda Live: বাংলাদেশ ইস্য়ুতে আলোচনায় এবার সংসদে উঠল পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রসঙ্গ। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সরাসরি অভিযোগ করলেন, ''পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক হিংসার শিকার হচ্ছেন হিন্দুরা। অনুপ্রবেশে মদত দিচ্ছে রাজ্য় সরকার।'' আরেক বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য আবার অভিযোগ তুললেন, সল্টলেকে, সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়েছে। যদিও, গাঁজাখুড়ি গল্প বলে বিজেপির এই সব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়।
আরও খবর, ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি। মঙ্গলবার স্থানীয় ক্লাবের কাছে একটি নির্মীয়মাণ বাড়ির নিচে বসেছিলেন ২ যুবক। অভিযোগ রাত সাড়ে ৮টা নাগাদ পাশের পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আসেন। পুরনো কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের। বচসা থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ পাশের পাড়ার বাসিন্দারা ৩টি বোমা ছোড়ে। লাঠি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফাটে এক স্থানীয় যুবকের। এলাকাবাসী রাস্তায় বেরোলে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা।