Viral News: ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
Lottery News: কাজ শেষে বাড়ি ফেরার পথে কেনা লটারির টিকিটেই কেল্লাফতে। রাতারাতি লাখপতি হয়ে গেলেন ওই তরুণী।
কলকাতা: কখন কার ভাগ্যের চাকা কীভাবে ঘুরবে তা কেউ জানে না। কাজ সেরে ফেরার পথে যে লাখপ্তি হয়ে যাবেন তা স্বপ্নেই ভাবতে পারেননি তরুণী। ওয়ালমার্টের এক তরুণী কর্মীর সঙ্গে এমনটাই ঘটেছে। ছুটির দিন কাজ করতে ডেকেছিলেন বস। একরাশ বিরক্তি নিয়ে কাজ করেত গিয়েছিলেন। আর ফেরার পথেই লক্ষ্মীলাভ!
কাজ শেষে বাড়ি ফেরার পথে কেনা লটারির টিকিটেই কেল্লাফতে। রাতারাতি লাখপতি হয়ে গেলেন ওই তরুণী। ওই তরুণীর নাম রেবেকা গঞ্জালেস। লস এঞ্জেলেসের বাসিন্দা। ওয়ালমার্টে কাজ করেন। গত ২ সেপ্টেম্বর 'লেবর ডে'-র দিন সাপ্তাহিক ছুটি ছিল রেবেকার। কিন্তু তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ সে দিন তাঁকে কাজে আসতে বলেন। রেবেকার এক সহকর্মী সে দিন ছুটি নেওয়ায় মাত্র তিন ঘণ্টার জন্য তাঁকে সে দিন কাজে আসতে বলা হয়। কাজের ফাঁকে ক্যালিফর্নিয়া লটারির একটি টিকিটি কেনার ইচ্ছে থাকলেও কাজের চাপে তা কিনতে পারেননি তিনি।
তবে কাজ শেষে ওয়ালমার্টের লটারির টিকিট ভেন্ডিং মেশিন থেকে ১০ ডলার দিয়ে একটি টিকিট কেনেন। এর পরেই বদলে গেল তাঁর কপাল। টিকিটে নম্বর স্ক্রাচ করতেই তিনি দেখেন এক মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ১০ লক্ষ টাকা, জিতেছেন রেবেকা। এমনভাবে টাকা জিতে হয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে বলেন, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না।'' রেবেকা পুরস্কার জেতার পরেই প্রথমে ফোন করে তাঁর ম্যানেজারকে খবরটি জানান।
আরও পড়ুন, বরকে চোর ভেবে মার! বিয়ে করতে যাওয়াই হল না পাত্রের!
এদিকে, কর্মীরাও খুশি কারণ কমিশন মারফত পাঁচ হাজার ডলার পাবে ওয়ালমার্ট। মাসে দু'বার করে লটারির টিকিট কাটতেন রেবেকা। কিন্তু কখনই ৫০ ডলারের বেশি জিততে পারেননি। কিন্তু এভাবে এত টাকা জিতে নিজের ভাগ্যকেই যেন বিশ্বাস করতে পারছেন না তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে