হাওড়ার ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী পার্থ চক্রবর্তী খুনের ঘটনায় এখনও রহস্যের জট খোলেনি। খোঁজ মেলেনি তাঁর কাটা মাথা, হাত ও পায়ের। পুলিশ সূত্রে খবর, পার্থর মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে জানা গিয়েছে, দেহ যেখান থেকে উদ্ধার হয়, তার থেকে কিছুটা দূরে কাটলিয়া নামে একটি জায়গায় বেলা সাড়ে ১২টার পর, রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে শেষবার ওই ব্যাঙ্ক কর্মীকে সাইকেলে চড়ে যেতে দেখা যায়।এরপর ওই এলাকাতেই বেলা ১২টা ৫০ মিনিটে পার্থর মোবাইলটি সুইচড অফ হয়ে যায়। বস্তাবন্দি খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার হয় দুপুর আড়াইটে নাগাদ। বুধবার মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ঘটে গিয়েছিল ব্যাঙ্ক কর্মীর নৃশংস খুনের ঘটনা। এই ঘটনায় পার্থর সহকর্মীদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রহস্যের জট কাটাতে গতকাল ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ট্র্যাকার ডগ
West Bengal News LIVE Updates: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা
Malda News: বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর
Viral News: ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
Bangladesh News: হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !