Bangladesh : কূটনৈতিক বৈঠকের পূর্বে ভারত-বিদ্বেষের সুর চরমে। বাংলা-বিহার-ওড়িশার দাবি করলেন রিজভি
ABP Ananda LIVE : ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল খালেদা জিয়ার দল BNP-র ৩ সংগঠন। পাশাপাশি, ভারতীয় হাই কমিশনে স্মারকলিপিও জমা BNP-র যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সামনে বিক্ষোভের প্রতিবাদেই BNP-র ৩ শাখা সংগঠনের এই কর্মসূচি বলে বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার অলীক দাবি করে বসলেন BNP নেতাও। ভারতের থেকে বাংলা-বিহার-ওড়িশা দাবি করলেন BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। মন্তব্য করলেন বাংলাদেশের সামরিক শক্তি নিয়েও। যা নিয়ে তীব্র কটাক্ষের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
বাংলাদেশের পর সিরিয়া, এবার মধ্যপ্রাচ্যের দেশে বিদ্রোহের আগুন। তুমুল বিদ্রোহের জেরে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে ইস্তফা বাশার আল আসাদের। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার শাসক দল বার্থ পার্টির নেতা-কর্মীরা। সিরিয়ার বিভিন্ন জায়গায় সরকারি ভবনের দখল নিচ্ছে বিদ্রোহীরা। ৫০ বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের আবসান। জেল থেকে বন্দিদের মুক্তির ঘোষণা বিদ্রোহীদের