Bangladesh News : 'কেন্দ্র কড়া ব্যবস্থা নিক', দাবি কুণালের। পাল্টা কী বললেন শুভেন্দু অধিকারী?
ABP Ananda LIVE : উত্তপ্ত বাংলাদেশ। চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচার। তার প্রতিবাদে এপারে একের পর এক মিছিল। কুণাল ঘোষও ছিলেন অন্যতম। 'কেন্দ্র কড়া ব্যবস্থা নিক,যাতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়', দাবি কুণালের। পাল্টা কী বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?
বাংলাদেশের পর সিরিয়া, এবার মধ্যপ্রাচ্যের দেশে বিদ্রোহের আগুন। তুমুল বিদ্রোহের জেরে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে ইস্তফা বাশার আল আসাদের। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার শাসক দল বার্থ পার্টির নেতা-কর্মীরা। সিরিয়ার বিভিন্ন জায়গায় সরকারি ভবনের দখল নিচ্ছে বিদ্রোহীরা। ৫০ বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের আবসান। জেল থেকে বন্দিদের মুক্তির ঘোষণা বিদ্রোহীদের
মুর্শিদাবাদের বড়ঞায় ৫ বছরের শিশুকন্যাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে বড়ঞা থানার হাতে তুলে দেন প্রতিবেশীরা। ধৃতের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কান্দি আদালত। নির্যাতিত শিশু ভর্তি রয়েছে কান্দি মহকুমা হাসপাতালে।