Bangladesh News: বঙ্গে পাকড়াও একের পর এক জঙ্গি। অসমে ধৃত নুর ইসলামেরও বাংলা-যোগ ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আনসারুল্লা বাংলা থেকে তেহরিক উল মুজাহিদিন। বঙ্গে পাকড়াও একের পর এক জঙ্গি। অসমে ধৃত নুর ইসলামেরও বাংলা-যোগ। মুর্শিদাবাদ, ফালাকাটা গোপন বৈঠক করেছিল কোকরাঝাড়ের বাসিন্দা নুর। ফের জঙ্গির 'বাংলা-যোগ'
আরও খবর...
লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনকে লজিস্টিক সাপোর্ট দিত ক্যানিং থেকে ধৃত কাশ্মিরী জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। সে যে আইইডি বিস্ফোরক তৈরিতে অত্যন্ত প্রশিক্ষিত তা আগেই প্রকাশ্যে এসেছে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালাতে সক্ষম সে। আল-কায়দার কাছ থেকে পেয়েছিল প্রশিক্ষণ। এর পাশাপাশি এবার জানা গিয়েছে যে, ক্যানিং থেকে ধৃত জাভেদ জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাত। সেই সেন্টারের নাম ছিল তেহরিক-ই-মুজাহিদিন। ১৯৯০ সালে পাকিস্তানে জঙ্গি-প্রশিক্ষণ শেষ করে জাভেদ মুন্সি। পাকিস্তানের করাচিতে হয় তার আইইডি প্রশিক্ষণ। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনের ঘটনায় অভিযুক্ত এই জাভেদ আহমেদ মুন্সি।
জাভেদ মুন্সি ৭ বার পাকিস্তানে গিয়েছে, এমন তথ্য ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। পাকিস্তানের করাচিতে ৭ মাসের ট্রেনিং নেয় সে। এই প্রশিক্ষণ ছিল আইইডি তৈরি করার। ট্রেনিংয়ের পর একদম এক্সপার্ট হয়ে কাশ্মীরে ফিরে আসে জাভেদ আহমেদ মুন্সি। তার কাজ ছিল মূলত কাশ্মীরে বসে তরুণ প্রজন্মের মধ্যে জঙ্গি মতাদর্শ ঢোকানো। অন্যদিকে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এসে বাংলাদেশে যাওয়ার যে ছক জাভেদের ছিল সেই পরিকল্পনা করে দিয়েছিল লস্করের হ্যান্ডলাররা। তার কাজ ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যবহার করে আগের অবস্থা ফিরিয়ে আনা, জঙ্গি কার্যকলাপ বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া।