BGBS: 'মুখ্যমন্ত্রীর-এজেন্সি মন্তব্য শিল্পপতিতে কাছে ভুল বার্তা গেল', মত অধীরের।Bangla News
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যপালকে (Jagdeep Dhankar) কেন্দ্রীয় সংস্থা দ্বারা শিল্পপতিদের বিব্রত না করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। এই পশ্চিমবঙ্গে কোনও শিল্পের সম্ভাবনা নেই, অথচ রাজ্য সরকারকে যাতে কেউ দোষারোপ করতে না পারে তাঁর জন্য প্রথম থেকেই তিনি কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। শিল্পপতিদের যেন কেউ বিব্রত না করেন, অর্থাৎ সিবিআই, ইডি, এগুলোই তিনি ইঙ্গিত করলেন। আজকের মঞ্চ কিন্তু এই মন্তব্যের জন্য ছিল না। এতে শিল্পপতিদের কাছে একটা মিশ্র সিগন্যাল গেল, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের মতের ফারাক আছে, দু’জনের মধ্যে ইগো ক্ল্যাশ আছে। এটায় একটা ভুল বার্তা গেল শিল্পপতিদের কাছে। শিল্পপতিরা সমাজসেবক নয় তাঁরা আসেন লাভ দেখতে রোজগার দেখতে। এবং তাদের রোজগার করার অনুকূল পরিবেশ আছে কিনা। মুখ্যমন্ত্রীর উচিত বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ গড়ে তোলা’।