Budget Session 2024: তৃতীয়বার মসনদে বসার পর আজ মোদি সরকারের প্রথম বাজেট,মিলবে আয়করে স্বস্তি?
ABP Ananda LIVE: তৃতীয়বার মসনদে বসার পর আজ মোদি সরকারের প্রথম বাজেট। মিলবে আয়করে স্বস্তি? থাকবে কর্মসংস্থানের দিশা? কী পাবে মধ্যবিত্ত? সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কী চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।
আজ শুরু হয়েছে লোকসভা অধিবেশন। এদিন লোকসভা অধিবেশনে নিজের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে বড় প্রশ্ন তুললেন সায়নী ঘোষ। যাদবপুরের তৃণমূল প্রার্থী এদিন বলেন, '২০১৭ সালে বারুইপুর পর্যন্ত মেট্রো রুটের প্ল্যান প্রস্তাব রাখা হলেও, এখনও পর্যন্ত কোনও কাজই হয়নি। কবি সুভাষ পর্যন্ত মেট্রো হলে বারুইপুর অবধি নয় কেন? বারুইপুর এখন অত্যন্ত উন্নত হয়ে উঠেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার চিঠি দিলেও এখনও পর্যন্ত রেলের তরফে কিছু জানান হয়নি'।