Budget 2024: এবারের বাজেট "কুর্সি বাঁচাও" বাজেট? কটাক্ষ বিরোধীদের! ABP Ananda Live
ABP Ananda Live: নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে, তৃতীয়বার সরকার তৈরি করেছেন নরেন্দ্র মোদি। বাজেটে এই দুই শরিকের জন্য়ই ঝুলি উপুড় করল মোদি সরকার। হাইওয়ে থেকে বিমানবন্দর, মেডিক্য়াল কলেজ থেকে বিশেষ আর্থিক সাহায্য় পেয়েছে এই দুই রাজ্য়। যা দেখে, রাহুল গাঁধী সোশাল মিডিয়ায় লিখেছেন, "কুর্সি বাঁচাও" বাজেট।
তৃতীয় মোদি সরকার তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল 'N' ফ্য়াক্টর। নীতীশ এবং নায়ডু। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে ফোকাস রইল মূলত সেই দুই 'N'-এর ওপরই। সরকার গঠনে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছিলেন যাঁরা, বাজেটে তাঁদের জন্য় দু'হাত উপুড় করে দিলেন নরেন্দ্র মোদি।
বাজেটে ঢালাও ঘোষণা পেল AB...A মানে অন্ধ্রপ্রদেশ B মানে বিহার। এই বাজেট নিয়ে কটাক্ষ করে রাহুল গাঁধী এক্স হ্য়ান্ডলে লিখেছেন---"কুর্সি বাঁচাও" বাজেট। শরিকদের তোষণ : অন্য় রাজ্য়ের বিনিময়ে তাদের ফাঁকা প্রতিশ্রুতি। এবার লোকসভা ভোটে ম্য়াজিক ফিগার থেকে ৩২টি আসন দূরে আটকে গেছিল বিজেপি। আর চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের দল মিলিতভাবে পায় ২৮টি আসন। মূলত এই দু'জনের সাহায্য়েই তৃতীয়বার সরকার তৈরি করেন নরেন্দ্র মোদি। আর সেই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নীতীশ কুমারের বিহার এবং চন্দ্রবাবু নায়ডুর অন্ধ্রপ্রদেশের ঝুলি ভরে দিল মোদি সরকার।