Union Budget 2024: বাজেটে ক্য়ানসারের তিনটি জীবনদায়ী ওষুধের দামের উপর সমপূর্ণ শুল্কছাড়ের প্রস্তাব
ABP Ananda Live: বাজেটে, ক্য়ানসারের তিনটি জীবনদায়ী ওষুধের দামের উপর সমপূর্ণ শুল্কছাড়ের প্রস্তাব দিল নরেন্দ্র মোদি সরকার। যে তিনটি ক্যানসারের ওষুধের উপর থেকে শুল্কছাড় দেওয়া হল তার মধ্যে একটি ব্রেস্ট ক্যানসার নিরাময়ের, আরেকটি ফুসফুসের ক্যানসার সারাতে দেওয়া হয়। অন্য়দিকে প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
ক্যানসার আক্রান্তদের জন্য় কিছুটা হলেও স্বস্তির খবর। পূর্ণাঙ্গ বাজেটে, তিনটি জীবনদায়ী ওষুধের দামের উপর সমপূর্ণ শুল্কছাড়ের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চিকিৎসকরা বলছেন, যে তিনটি ক্যানসারের ওষুধের উপর থেকে শুল্কছাড় দেওয়া হল তার মধ্যে, প্রথম ওষুধটি ব্রেস্ট ক্যানসার নিরাময়ের জন্য। ওই ইঞ্জেকশনের একটি ভায়ালের দাম ১১ হাজার থেকে ২৫ হাজার টাকা।ফুসফুসের ক্যানসার সারাতে দেওয়া হয় দ্বিতীয় ওষুধটি। 'ওসিমার্টিনিবে'র ৩০টি ট্যাবলেটের একটা স্ট্রিপের দাম ১ লক্ষ ১৭ হাজার ৫০০ থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
'ডুরভালুমব' ওষুধটি গলব্লাডার ও খাদ্যনালীর ক্যানসার নিরাময়ের জন্য। ওই ইঞ্জেকশনের একটি ভায়ালের দাম ১ লক্ষ ৫৫ হাজার থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা।