(Source: ECI/ABP News/ABP Majha)
Budjet 2024: 'এই বাজেট বিকশিত ভারতের পথকে আরও প্রশস্ত করবে', দাবি রবিশঙ্কর প্রসাদের।
ABP Ananmda Live: মধ্যবিত্তকে আরও শক্তিশালী করার বাজেট। লক্ষ্য কর্মসংস্থান, গরিবদের উন্নয়নেও জোর। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে সাহায্য় করবে এই বাজেট। দাবি প্রধানমন্ত্রীর। আমরা সবাই মিলে ভারতে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব। এই বাজেটে MSME সেক্টরে ঋণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। 'প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানিতে জোর দেওয়া হচ্ছে'। 'এই বাজেটে পর্যটন ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে'। 'করছাড়ের মাধ্যমে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়া হয়েছে'। 'উত্তর-পূর্বের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে'। 'এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের'। 'কর্মজীবনের প্রথম মাসের বেতন দেবে কেন্দ্রীয় সরকার'। 'দেশের শীর্ষস্থানীয় ৫০০ সংস্থায় যুবক-যুবতীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে'। 'মুদ্রা লোন ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে'। '৩ কোটি নতুন বাড়ি তৈরি করা হবে' । '৫ কোটি আদিবাসী পরিবার এই বাজেটে উপকৃত হতে চলেছে' । 'এই বাজেট বিকশিত ভারতের পথকে আরও প্রশস্ত করবে', দাবি রবিশঙ্কর প্রসাদের।