Inflation: ভোগ্যপণ্য সূচক বেড়েছে সব্জি, ডাল ও মশলার দামবৃদ্ধির কারণে, কী বলছেন অর্থনীতিবিদ ?
Inflation Update: এটা অনস্বীকার্য যে মুদ্রাস্ফীতি (Inflation) বাড়ছে, অক্টোবর (Octobar) পর্যন্ত যেটা আমরা দেখেছিলাম ৫ শতাংশের তলায় নভেম্বর থেকে এটা বাড়তে শুরু করেছে। প্রধানত চাল(Rice, টম্যাটে আর পেঁয়াজ এই তিনটিতে মুদ্রাস্ফীতি মারাত্মকভাবে বাড়ছে, বললেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। লোকসভা ভোটের আগে মোদি সরকারের সামনে মুদ্রাস্ফীতি 'কাঁটা'র খোঁচা । গত ৪ মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৬৯ শতাংশ। ২ মাস আগে, অর্থাৎ গত নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৫৫ শতাংশ। ভোগ্যপণ্য সূচক বেড়েছে সব্জি (Vegetable) , ডাল ও মশলার (grocery) দামবৃদ্ধির কারণে, বলছে সরকারি তথ্য। শিল্পে বৃদ্ধির হারও গত ৮ মাসে সর্বনিম্ন। গত মাসের হিসেবে শিল্পে বৃদ্ধির হার নেমেছে ২.৪ শতাংশে। ABP Ananda LIVE






















