এক্সপ্লোর
App Cab: অ্যাপ ক্যাব ছিনতাইয়ের অভিযোগে ধৃত ২ । Bangla News
যাত্রী সেজে উঠে চালককে কোপ মেরে ক্যাব ছিনতাই। পুলিশের জালে অভিযুক্ত যুগল । ক্যাব চালতের দাবী ষষ্ঠীর রাতে দমদম থেকে গাড়িতে ওঠেন দুই যুবক-যুবতী। অভিযোগ প্রথমে উল্টোডাঙায় যাওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয় সল্টলেকে। এডি ব্লকে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে চালতের গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে সবকিছু দিয়ে দিতে বলেন যুবতী। চালক রাজি না হওয়ায় তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে, ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়ে ক্যাব নিয়ে চম্পট দেয় যুগল।
আরও দেখুন






















