এক্সপ্লোর
Baguiati Update: বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী
বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর চার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আগে থেকেই ২ কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র। জগত্পুর বাজার এলাকা থেকে সে দড়িও কিনে এনেছিল। সঙ্গীদের বলেছিল, কাজ মিটে গেলেই মোটা অঙ্কের টাকা দেবে। পুলিশ সূত্রে দাবি, খুনের পর সঙ্গীদের নিয়ে সত্যেন্দ্র কেষ্টপুর এলাকায় চলে আসে। ফেরত দেয় ভাড়া নেওয়া গাড়িটি। সঙ্গীরা টাকা চাইলে এক জায়গায় তাদের দাঁড় করিয়ে রেখে অন্ধকার গলি দিয়ে চম্পট দেয় সত্যেন্দ্র। এ সবই ধৃতরা জেরায় জানিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
আরও দেখুন






















